fbpx

যুক্তরাষ্ট্রে ৬ ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রে ৬ ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটাই বাইডেনের প্রথম বার্ষিক বাজেট প্রস্তাব।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রস্তাবিত এই বাজেটে নানা রকম জনহিতকর কাজের পরিকল্পনা নিয়েছেন বাইডেন। গুরুত্ব দেওয়া হয়েছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক কর্মসূচিতে। প্রস্তাব করা হয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধিরও।

তবে বাইডেন প্রস্তাব করলেও এটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন লাগবে। আশঙ্কা করা হচ্ছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রিপাবলিকানদের বিরোধিতায় সিনেটে আর্থিক প্রস্তাব পাস করা কঠিন হয়ে উঠতে পারে।

রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম বাজেট প্রস্তাবকে ‘ অত্যন্ত ব্যয়বহুল’ বলে উল্লেখ করেছেন।

সমালোচকরা বলছেন, বাইডেনের বাজেট পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ এর জিডিপির ১১৭ শতাংশে পৌঁছে যেতে পারে।

Advertisement
Share.

Leave A Reply