fbpx

যেখানে বুমরাহ প্রথম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতীয় ক্রিকেটের বড় বড় নামকে পাশ কাটিয়ে জাসপ্রিত বুমরাহ এগিয়ে গেলেন সবার আগে। অবশেষে একচক্র পূরণ করে বুমরাহ হলেন প্রথম ভারতীয় কোনো ফাস্ট বোলার, যিনি ক্রিকেটের তিন সংস্করণে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।

২০১৮ সালে ছিলেন টি-টোয়েন্টির শীর্ষে, ২০২২-এ ওয়ানডে। এবার ২০২৪ এ এসে টেস্ট বোলিংয়ের র‍্যাংকিং সেরা হলেন এই ভারতীয় ফাস্ট বোলার।

সীমিত ওভারে দুই সংস্করণের পর এবার টেস্টেও শীর্ষে উঠলেন বুমরাহ। তাঁর আগে কোনো বোলার এই কীর্তি গড়তে পারেননি। তবে বাংলাদেশের সাকিব আল হাসান অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে এই কীর্তি গড়েছেন। সেটিই আবার একই সময়ে তিন সংস্করণে শীর্ষে ছিলেন। তাঁর কীর্তিতেও এখন পর্যন্ত কেউই ভাগ বসাতে পারেননি। একই সময়ে তো নয় আলাদা করেও কোনো অলরাউন্ডার পারেননি।

ক্রিকেটের ইতিহাসে যেমন প্রথম ঠিক তেমনি ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরাহ। তাঁর আগে ১৯৭৯-৮০ সাল পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ২ নম্বরে ছিলেন দলকে ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। টেস্টে বুমরার আগের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ৩। সমান র‍্যাঙ্কিংয়ে উঠেছিলেন ভারতের সাবেক বাঁহাতি পেসার জহির খানও। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরা। তাঁর আগে চূড়ায় উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেন সিং বেদি।

নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়। তিনে আছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন।

চলতি বছরেই দুইবার ৫ উইকেট পেয়েছেন বুমরাহ। কেপটাউনে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬১ রানে ৬ উইকেট নেওয়ার পর বিশাখাপট্টনম টেস্টের প্রথম ইনিংসে নেন ৪৫ রানে ৬ উইকেট।

অন্যদিকে অশ্বিন বিশাখাপট্টনম টেস্টে নিজের মান অনুযায়ী পারফর্ম করেননি। নিয়েছেন ৩ উইকেট। তাতে দুই ধাপ পিছিয়েছেন অশ্বিন। এই স্পিনারের রেটিং পয়েন্ট ৮৪১। দুই নম্বরে থাকা রাবাদার ৮৫১। আর বুমরা শীর্ষে আছেন ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে।

শ্রীলঙ্কার স্পিনার প্রবাত জয়াসুরিয়া ৩ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। চার নম্বরে আছেন প্যাট কামিন্স। পাঁচে জশ হ্যাজলউড।

Advertisement
Share.

Leave A Reply