দেশের ২৪টি পৌরসভায় আজ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এই ২৪টি পৌরসভায় মেয়র পদে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৯০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন এবং ৮৪৮ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রার্থী রয়েছেন ১২১৫ জন।
আজ যে পৌরসভাগুলোতে ভোট অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।
এবার মোট চারটি ধাপে ১৯৪টি পৌরসভার ভোট হবে। ৬১ পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট হবে ১৬ জানুয়ারি। জানুয়ারির শেষ দিকে তৃতীয় ও মধ্য ফেব্রুয়ারি চতুর্থ ধাপের ভোট হবে।