fbpx

রকেটের আঘাতে আফগান নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯

Pinterest LinkedIn Tumblr +

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহষ্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়।

দু’টি সূত্র অনুযায়ী রয়টার্স জানিয়েছে, বুধবার (১৭ মার্চ) রাতে ময়দান ওয়ারদাক প্রদেশে টেক অফ করার সময় একটি রকেটের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে, কারা এই রকেট ছুঁড়েছিল তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এমনকি কোন গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কর্তৃপক্ষ দুর্ঘটনাটির তদন্ত করছে।

আফগান বিমান বাহিনী সূত্র জানায়, হেলিকপ্টারটি একটি সরবরাহ মিশনে ছিল। এটি একজন সেনার মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত সেনা সদস্যকে বহন করছিল।

Share.

Leave A Reply