fbpx
BBS_AD_BBSBAN
৭ই ডিসেম্বর ২০২২ | ২২শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

রক্তরাঙা পানিতে ভাসছে যে গ্রাম!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বন্যা নয়, যেন ‘রক্ত বন্যা’ বয়ে গেছে ইন্দোনেশায়ার জেংগট গ্রামে। প্রথম দেখায় যে কেউ ভড়কে যাবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন অনেক ছবি।

রক্তরাঙা পানিতে ভাসছে যে গ্রাম!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন হাজারো ছবি।
ছবি : সংগৃহীত

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেকলঙ্গনের জেংগট গ্রামটি রঙিন বাটিক পোশাক ও মোম উৎপাদনের জন্য বিখ্যাত। শনিবার গ্রামটি বন্যায় প্লাবিত হওয়ায় পানি ঢুকে পড়ে কয়েকটি টেক্সটাইল কারখানায়। এখান থেকেই লাল রঙ পানিতে মিশে তা গ্রামে ছড়িয়ে পড়ে। আর লাল পানিতে ভাসে গ্রামটি।

মুহূর্তেই কৌতূহলীরা রাস্তায় বেড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে যায় এমন ‘রক্তরাঙা’ বন্যার ছবিতে।

রক্তরাঙা পানিতে ভাসছে যে গ্রাম!

কেমিক্যালযুক্ত রঙ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ছবি : সংগৃহীত

পেকলঙ্গনে এমন রঙিন বন্যার ঘটনা এটাই প্রথম নয়। গেল মাসে অন্য একটি গ্রামে একইভাবে ছড়িয়ে পড়েছিল সবুজ পানি। আর তখনও সবুজ বন্যার ছবিতে ভেসেছিল নেট দুনিয়া।

তবে বন্যার পানিতে এভাবে কেমিক্যালযুক্ত রঙ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Share.

Leave A Reply