fbpx

রডের দাম বাড়ার প্রভাব আবাসনখাতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে আবারও টনপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা বেড়েছে রডের দাম। উৎপাদনকারীদের ভাষ্য, অতিরিক্ত ১শ ৬০ ডলার বেশি দিয়ে রডের কাঁচামাল আমদানি করতে হয়। আর বন্দরে কাঁচামাল আটকে থাকায় পরিশোধ করতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে, দাম বাড়ার ফলে বিক্রি কমেছে খুচরা বাজারে। বেড়েছে আবাসন শিল্পের নির্মাণ ব্যয়ও।

উৎপাদনকারীরা জানান, প্রায় মাস খানেকের ব্যবধানে প্রতিষ্ঠানভেদে রডের দাম প্রতিটনে বেড়েছে প্রায় ১০-১২ হাজার টাকা। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের রড বাজারে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬৪ হাজার টাকায়।

খুচরা ব্যবসায়ীরা জানান, গত কয়েক মাস বেশ ভালো বিক্রির পর এখন আবারও তা মোড় নিয়েছে খারাপ দিকে।

আবাসন খাতের সংগঠন রিহ্যাব বলছে, এই দাম বাড়ার ফলে ফ্ল্যাট নির্মাণে প্রতি স্কয়ার ফিটে ব্যয় বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। অর্থাৎ ১২শ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট তৈরীতে বাড়তি ব্যয় ৬০ হাজার থেকে ৮৪ হাজার টাকা।

কাঁচামালের দাম ও আনুষঙ্গিক খরচ আরো বাড়লে পণ্যটির বাজার অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে বলে আশঙ্কা ব্যবসায়িদের।

Advertisement
Share.

Leave A Reply