fbpx

রণবীর বিরহে কাতর আলিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরেই। লকডাউনে এক ছাদের নিচে থাকতেও শুরু করেন এই জুটি। কিন্তু এখন তাদের আলাদা থাকতে হচ্ছে। রণবীর করোনা আক্রান্ত হয়েছেন। বাধ্য হয়েই আলাদা থাকতে হচ্ছে তাদের।

১৫ মার্চ জন্মদিন আলিয়া ভাটের। দুঃখ চেপে রাখতে না পেরে সমস্ত অনুভূতি তিনি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামের পেজে। একটি ছবি শেয়ার করে ক্যাপশন আলিয়ার, ‘তোমার অভাব ভয়ঙ্করভাবে অনুভব করছি।’  তিন ঘণ্টায় আলিয়ার বিরহে কাতর লক্ষাধিক ভক্ত। রণবীরের অসুস্থতার কারণে আলিয়া ভাটের জন্মদিনের সেলিব্রেশন হবে না।

রণবীর বিরহে কাতর আলিয়া

নিজের ইনস্টাগ্রাম পেজে ছবিটি শেয়ার করেছেন আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটে করোনা সংক্রমিত হন রণবীর। ফলে, আবারও থমকে গেছে অয়ন মুখার্জীর ছবির কাজ।  আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে এই অভিনেতার। এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ৪ ডিসেম্বরে।

বলিউডের পরিচালক সঞ্জয় লীলা বানসালীও করোনা সংক্রমিত হয়েছেন। তিনিও এখন বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply