fbpx

রবিবার পর্যন্ত বন্ধ থাকবে ঢাবিতে ভর্তি আবেদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কারিগরি জটিলতার কারণে ১৪ মার্চ, রবিবার রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে বন্ধ রয়েছে এই প্রক্রিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১টা থেকে রবিবার রাত ৮টা পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। এরপর থেকে আবারো অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। কয়েকদিন বন্ধ থাকায় ভর্তি আবেদনের সময় বাড়ানো হবে বলেও জানান তিনি।

এবার আবেদন প্রক্রিয়ার শুরুর প্রথমদিনে দ্বিগুণের চেয়ে বেশি আবেদন পড়েছে বলেও জানান এই কর্মকর্তা।

গত ৮ মার্চ থেকে ঢাবিতে ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন। আবেদন শুরুর পর সন্ধ্যা ৭টা থেকে সমস্যা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

এ সময় আবেদনকারীদের আবেদন জমা না নেওয়া, সার্ভারে ঢুকতে না পারা, লগইন না হওয়াসহ নানা সমস্যা দেখা দেয় ওয়েবসাইটে।

Advertisement
Share.

Leave A Reply