fbpx

রবি-সোমবার থেকে সারাদেশে এক যোগে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী রবিবার বা সোমবার থেকে করোনার বুস্টার ডোজ দেয়া হবে। ৬০ বছরের বেশি বয়সী এবং সম্মুখ সারির যোদ্ধারা বুস্টার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১৭ ডিসেম্বর) মানিকগঞ্জে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেয়া হবে। সারাদেশে এক যোগে আগামী রবিবার বা সোমবার শুরু হবে।’

মন্ত্রী বলেন, ‘করোনা দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসেছে। শীতে মধ্যে আর কোনো ঢেউ না আসে, এ বিষয়ে এখনই সর্তক হতে হবে।’

এর আগে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে বুস্টার ডোজ দেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শিগগিরিই এই কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, হাতে এখন সাড়ে চার কোটি ভ্যাকসিন আছে। করোনা নিয়ন্ত্রণেও বাংলাদেশ সফল হয়েছে। তবে নতুন রূপে যেহেতু এটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, তাই এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জাহিদ মালেক।

অন্যদিকে গত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা আছে সরকারের।

Advertisement
Share.

Leave A Reply