fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

রাজধানীর মোহাম্মদপুর থেকে একসঙ্গে তিন বোন নিখোঁজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার আদাবর এলাকার একটি বাসা থেকে একইসাথে তিন বোন নিখোজঁ হয়েছে। গতকাল ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) তাদের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন এক নারী। তারা টিকটকে আসক্ত ছিল বলে জানা গেছে।

নিখোজঁ হওয়া ওই তিন কিশোরী আপন বোন । তাদের মধ্যে দুইবোন এবারের এসএসসি পরীক্ষার্থী। বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাদের নাম, বড় বোন রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)।

গতকাল থানায় সাধারন ডায়েরি করেন নিখোজঁ তিন বোনের খালা।  ডায়েরিতে তিনি উল্লেখ করেন, নিখোঁজ তিন বোন তার বাসায় থেকে পড়াশোনা করত। তারা তার বড় বোনের মেয়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে তিন বোন বের হয়ে যায়।

এর আগে দিনভর পরিচিত সব জায়গায় খোজঁ করে তাদের না পেয়ে অবশেষে থানায় ডায়েরি করেন তাদের খালা। তবে ওই  তিনজনের কেউ মোবাইল ফোন নিয়ে যায়নি।

Advertisement
Share.

Leave A Reply