fbpx

রাজশাহীতে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে এখন জেলায়, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

১১ জুন (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

করোনা পজিটিভে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং নাটোরের একজন রয়েছেন। এছাড়া উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের চারজন রোগী রয়েছেন।

গতকাল ১০ জুন করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। এর আগে রাজশাহীতে গত ৫ জুন একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৬ জনের।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৭ জন রোগী ভর্তি ছিলেন। আর গত ২৪ ঘণ্টায় ওই ইউনিটে রোগী ভর্তি হয়েছেন আরও ৪৩ জন।।

Advertisement
Share.

Leave A Reply