fbpx
BBS_AD_BBSBAN
৮ই ডিসেম্বর ২০২২ | ২৩শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

রাজশাহীতে করোনায় একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমিত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গতকাল ৩ জুন শুক্রবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন। মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন। এছাড়া করোনা ওয়ার্ডে নতুন মোট ভর্তি আছেন ২২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এরমধ্যে রামেক হাসপাতালের টেস্টে আক্রান্তের সংখ্যা ২২ জন ও রাজশাহী মেডিকেল কলেজে টেস্টে ৫৮ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

এপর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

Advertisement
Share.

Leave A Reply