fbpx

রাজস্থানে বজ্রপাতে এক সাথে ১১ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের রাজস্থানে বজ্রপাতে মারা গেছেন অন্তত ১১ জন। রাজ্যের উত্তরাঞ্চলের জয়পুর শহরে, জনপ্রিয় একটি পর্যটককেন্দ্রে রবিবার এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, আমের ফোর্টের ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলছিলেন একদল পর্যটক। এই সময় বজ্রপাত হয়। দুর্ঘটনার সময় সেখানে ২৭ জন ছিলেন। এ সময় বাঁচার জন্য কয়েক জন লাফ দেয়। এতে আহতও হয়েছেন কয়েক জন। হতাহত সবাই কমবয়সী পর্যটক বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

এর আগে, রবিবার রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রপাতে মারা গেছে আরও ৯ জন। উত্তর প্রদেশে মারা গেছে আরও ১৮ জন। দুই রাজ্যে সব মিলে একদিনে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩৮ জনের।

দেশটির স্থানীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০০৪ সাল থেকে দেশটিতে প্রতিবছর প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়।

Advertisement
Share.

Leave A Reply