fbpx

রাজের নাটকে ইমন-কনার গান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে দিলশাদ নাহার কনার গাওয়া একটি গান।

জনি হকের কথায় ‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’

ইমন চৌধুরী বলেন, ‘গানের কথা খুব সুন্দর। কনা আপুর কণ্ঠ অসাধারণ লাগছে। তিনি খুব পছন্দ করেছেন গানটি। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’

রাজ বলেন, ‘নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।’

গীতিকার জনি হকের মন্তব্য, ‘পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই।’ কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।’

‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এর একঘণ্টা পর থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।

Advertisement
Share.

Leave A Reply