fbpx

রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদুল আজহা উপলক্ষে রাত ৮ টার পরিবর্তে রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা দিয়ে নতুন এক প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ১ থেকে ১০ জুলাই মোট ১০ দিন দোকানপাট, মার্কেট, বিপণিবিতান ১০ টা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে ১০ জুলাইয়ের পর থেকে আবার রাত ৮টায় দোকানপাট বন্ধ হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২২ জুন) মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২২ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ০১ থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে। তবে ১০ জুলাই এর পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২০ জুন থেকে রাত ৮টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার।

Advertisement
Share.

Leave A Reply