fbpx

রাবিতে প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক হলেন সনৎ কুমার সাহা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক হিসেবে মনোনীত হয়েছেন রবীন্দ্রগবেষক ও অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা।

বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন। যা ৫০৯তম সিন্ডিকেট সভায় পাস হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। উল্লেখ্য, প্রথমবারের মতো রাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক পদ চালু হলো। আর প্রথমবারের মতো এই পদ অলংকৃত করলেন সনৎ কুমার সাহা।

Advertisement
Share.

Leave A Reply