fbpx

রামেকে করোনায় আরও ৬ মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ছয় জনের। এদের মধ্যে দু’জন ছিলেন করোনা পজিটিভ। আর বাকি চারজনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৫ জুন) দুপুর থেকে আজ রবিবার (৬ জুন) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, মৃতদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের, একজন রাজশাহীর, একজন নাটোরের এবং একজন চুয়াডাঙ্গার।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, রামেক হাসপাতালে দু’টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে আরও ১৮৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ২৭।

তাছাড়া, গত একদিনে রামেকে নতুন আরও ৩০ জন ভর্তি হয়েছেন। এ হাসপাতালের করোনা ইউনিটে ২৩২ শয্যা থাকলেও বর্তমানে সেখানে রোগী ভর্তি আছেন ২৩৫ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের আট জন, নওগাঁর তিন জন ও নাটোর জেলার করোনা রোগী রয়েছেন একজন।

Share.

Leave A Reply