fbpx

রেকর্ড দামে বিক্রি হলো জেমস বন্ডের পিস্তল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘জেমস বন্ড’ সিরিজ। আর চরিত্র ‘জেমস বন্ড’ তো আলোচনার মধ্যমণি হয়ে থাকে সিনেমাপ্রেমীদের কাছে। সেই ১৯৬২ সাল থেকে রুপালি পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই।

‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করে অনেক তারকাই প্রশংসিত হয়েছেন। তবে সর্বকালের সেরা জেমস বন্ড বলা হয় সম্প্রতি প্রয়াত হওয়া অভিনেতা শন কনারিকে।

এবার জেমস বন্ড তারকা শন কনারি’র ব্যবহৃত একটি পিস্তল নিলামে উঠেছে। হলিউডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পিস্তলটি।

হলিউড রিপোর্টারসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে খবরটি প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৯৬২ সালে মুক্তি পায় ‘ডক্টর নো’ ছবিটি। এখানে বন্ড হিসেবে বাজিমাত করেছেন শন কনারি। সিনেমায় তাকে দেখা যায় আধাস্বয়ংক্রিয় ওয়াল্টার পিপি পিস্তল ব্যবহার করতে।

সেটিই নিলামে উঠার পর তুলকালাম ঘটনা ঘটে গেছে। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে পিস্তলটি ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি করা হয়।

জুলিয়েনস অকশন জানিয়েছে, পিস্তলটি নিলামের মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে আগের বিক্রির সব রেকর্ড ছাড়িয়েছে।

Advertisement
Share.

Leave A Reply