fbpx
BBS_AD_BBSBAN
৪ঠা ডিসেম্বর ২০২২ | ১৯শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

রোজা রেখে নেওয়া যাবে করোনার টিকা: ইসলামিক ফাউন্ডেশন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
রোজা রেখেও করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে বলে মত দিয়েছেন আলেম সমাজ ও ইসলামিক ফাউন্ডেশন।
১৪ই মার্চ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে একমত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
১৫ই মার্চ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আলোচনা সভায় উপস্থিত আলেম সমাজ ও ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনাভাইরাসের টিকা যেহেতু মাংসপেশিতে নেওয়া হয়, তাই তা সরাসরি খাদ্যনালি বা পাকস্থলীতে প্রবেশ করবে না। সেকারণে রমজান মাসে রোজা রেখে দিনের বেলা করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোযা ভঙ্গ হবে না।
এই মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও এক মত পোষণ করেছেন। কাজেই রোজা রেখে করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে বলে নিশ্চিত করা হয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
Advertisement
Share.

Leave A Reply