fbpx

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে ৫৮৭ জন গ্রেপ্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের  (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় বিধিনিষেধ না মেনে বাইরে বের হওয়ায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে বিধিনিষেধ লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে। বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৯৫০ টাকা  জরিমানা করা হয়।

এদিকে র‍্যাব জানিয়েছে, লকডাউনের তৃতীয় দিনে সারাদেশে র‌্যাবের ১৭৮টি টহল ও ১৮৩টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

মানুষের চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

সারাদেশে পরিচালিত ২৬টি ভ্রাম্যমাণ আদালতে ১৮৯ জনকে এক লাখ ৬৮ হাজার ৫০ টাকা জরিমানা করেছে।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দেড় হাজারের অধিক মাস্ক বিতরণ হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছেন র‍্যাব সদস্যরা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার।

Advertisement
Share.

Leave A Reply