fbpx

লকডাউন শিথিল হচ্ছে না, ফিরতে হবে ভোর ৬টার মধ্যে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লকডাউন শিথিলের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা মিথ্যা প্রমাণ হলো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন শুক্রবার সকাল থেকেই সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে।

যেভাবে ঘোষণা দেয়া হয়েছে, সেভাবেই এই বিধিনিষেধ হবে। এতে কোনো পরিবর্তন নেই বলেও তিনি জানান।

২২ জুলাই বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে।

বলে রাখা ভালো, টানা দুই সপ্তাহ লকডাউন চলার পর ১৫ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত এ বিধিনিষেধ শিথিল করা হয়েছিল।

তবে বিধিনিষেধ শিথিল করার কারণে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটির মতো মানুষ। সরকারের বিধিনিষেধ অনুযায়ী যাদের রাজধানীতে ফিরতে হবে আগামীকাল সকাল ৬টার মধ্যেই।

Advertisement
Share.

Leave A Reply