fbpx

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন সাকিব!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্যারিয়ারে অসংখ্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও লঙ্কান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে (এলপিএল) এখনও দেখা যায়নি সাকিব আল হাসানকে। তবে এবার হয়তো শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে এবারের এলপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। প্রকাশিত সংবাদ অনুযায়ী টুর্নামেন্টের ড্রাফটে সাকিবের নাম থাকলেও তার সাথে সরাসরি চুক্তি করেছে গল গ্ল্যাডিয়েটর্স।

এর আগে গত মাসে সাকিবসহ লিটন দাস ও আফিফ হোসেনের নাম রাখা হয়েছিল টুর্নামেন্টের ড্রাফটে। এবারের আসরে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। আগামী ১১ জুন টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামের আগেই তারকা ক্রিকেটারদের দলে নেয়ার প্রতিযোগীতায় নেমেছে দলগুলো। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গাকে চুক্তিবদ্ধ করেছে ক্যান্ডি ফ্যালকন্স। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার খেলবেন জাফনা কিংসের হয়ে।

এছাড়া সংবাদে আরও বলা হয়েছে, বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের তারকা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও লঙ্কান লিগে নিজের নাম লিখিয়েছেন। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা রয়েছে এই সুপারস্টারের। এছাড়া ডাম্বুলা অরোরার হয়ে খেলবেন তারকা কুশল মেন্ডিস।

চলতি বছরের ৩০ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর।

Advertisement
Share.

Leave A Reply