fbpx

লাদাখ সীমান্তে সংঘর্ষে সেনা নিহতের কথা স্বীকার করল চীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবশেষে লাদাখ সীমান্তে ভারতীয় বাহিনীর সাথে সংঘর্ষে চীনের চার সেনা কর্মকর্তার নিহত হওয়ার কথা স্বীকার করল বেইজিং। ঘটনার প্রায় আট মাস পর নিহত সেনাদের মরণোত্তর পুরস্কারেও ভূষিত করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

চীনের সেনাবাহিনীর গণমাধ্যম পিএলএ ডেইলি জানিয়েছে, নিহত সেনাদের নাম চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান। তারা সীমন্তে শর্ত লঙ্ঘন করে অনুপ্রবেশকারী ‘বিদেশি বাহিনী’র সাথে লাড়াই করে প্রাণ হারান।

নিহত সেনা কর্মকর্তা চেন হংজুনকে ‘সীমান্ত রক্ষার নায়ক’ এবং বাকি তিনজনকে ফার্স্ট-ক্লাস মেরিট সম্মাননা দেওয়া হয়েছে। এদিন পুরস্কৃত করা হয়েছে জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কি ফাব্যাওকেও।

গত বছর জুনে পূর্ব লাদাখের গলওয়ানের একাধিক জায়গায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশেরই বেশ কয়েকজন সেনা হতাহত হয়। দুই দেশের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ ওঠে দুই তরফ থেকেই। সেই থেকে দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা উপস্থিতি বাড়িয়ে দেয়।

Advertisement
Share.

Leave A Reply