fbpx

লিডসকে গোলে ভাসালো সিটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দলটিতে বর্তমানে একটিও প্রথাগত সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার নেই। তবে ম্যানচেস্টার সিটির খেলা দেখলে আপনার মনে হতে পারে, থাকার প্রয়োজন কি আদৌ আছে?

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার দিবাগত রাতে (বাংলাদেশ সময়) লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

সাতটি গোল এসেছে ছয়জন পৃথক সিটি খেলোয়াড়ের পা থেকে। ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ ও কেভিন ডি ব্রুইনার গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে লিডস। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনা গোল করেন আরেকটি, রিয়াদ মাহরেজও স্কোরশিটে নাম তোলেন। এমনকি দুই সেন্ট্রাল ডিফেন্ডার জন স্টোনস ও নাথান আকিও বাদ যাননি।

এই জয়ে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানসিটি উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

Advertisement
Share.

Leave A Reply