fbpx

লিভারপুলের জয়ের রাতে রেকর্ড করেছেন সালাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৃহস্পতিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের বিপক্ষে ২-০ গোল জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ছয়ে প্রবেশ করলো লিভারপুল। এই ম্যাচে গোল করে বেশ কিছু রেকর্ড গড়েছেন মোহাম্মাদ সালাহ।

অনেকেই মনে করেন লিভারপুল চলতি সিজনে প্রিমিয়ার লিগের সেরা চারের দৌড়েও থাকতে পারবে না। সাদিও মানে চলে যাওয়ার পর তার অভাবটা ভালোই টের পেয়েছে ক্লপের দল।

ইতালি ক্লাব রোমা থেকে ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলে এসেছিলেন সালাহ। অল রেডদের হয়ে পাঁচ সিজন কাটিয়ে এখন আছেন ষষ্ঠ সিজনে। উলভারহ্যাম্পটনের বিপক্ষে গোল করে টানা ছয় সিজনে ২০ গোলের রেকর্ড করেছেন সালাহ।

২০১৮-১৮ সিজনে ৪৪ গোল, ২০১৮-১৯ সিজনে ২৭ গোল,২০১৯-২০ সিজনে ২৩ গোল, ২০২০-২১ সিজনে ৩১ গোল, ২০২১-২২ সিজনে ৩১ গোল করেছিলেন সালাহ। চলতি সিজনে ২০তম গোলের দেখা পেলেন ইজিপশিয়ান কিং। লিভারপুলের হয়ে টানা ছয় সিজনে ২০ এর অধিক গোল করা দ্বিতীয় ফুটবলার সালাহ; প্রথম নামটা ইয়ান রাশ।

প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সালাহর গোল সংখ্যা ১২৬। অল রেডদের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ গোল স্কোরার রবি ফাউলারের চেয়ে মাত্র দুই গোলে পিছিয়ে আছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Advertisement
Share.

Leave A Reply