fbpx

ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত পদ্মা সেতু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুর ৬ পিলারে বাতি জ্বালানো হয়েছে। শনিবার (৪ জুন) বিকেলে সেতুর ১৪ নম্বর পিলার থেকে ১৯ নম্বর পিলার পর্যন্ত মুন্সীগঞ্জ প্রান্তে নিয়নের আলোয় আলোকিত হয় এই সেতু।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সেতুর ল্যাম্পপোস্টে বাতি জ্বালানোর তথ্য নিশ্চিত করে বলেন, ‘পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করা হয়েছে। এসময় ১০-১২টি ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করা গেছে। সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে ৫ থেকে ৬ দিন সময় লাগবে।’

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটারের দৈর্ঘ্যের এই সেতুতে মোট ল্যাম্প পোস্ট বসানো হয়েছে ৪১৫টি। এছাড়া সড়ক সংযোগে ২০০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। হাতে সময় মাত্র ক’দিন বাকি। তাই শেষ মুহূর্তে এখন চলছে বৈদ্যুতিক তার সংযোগের কাজ। সেতুর দুই প্রান্তের সাবস্টেশন থেকে এসব ল্যাম্প পোস্টে দেয়া হবে বিদ্যুৎ সংযোগ।

আর যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করতে রোড মার্কিংয়ের কাজও চলছে সমানতালে। সব ঠিকঠাক থাকলে ১৫ জুনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে বলে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply