Advertisement
চট্টগ্রামের দোহাজারী শঙ্খ নদীর পাড়ে এখন চলছে শীতকালীন সবজির উৎসব। সরেজমিনে দেখা যায়, শঙ্খ নদীর উত্তরে মুন্সির চর আর দক্ষিণে লালদিয়ার চর এবং এর আশপাশের ধর্মপুর, রসুলাবাদ, চাগাচরের বিশাল এলাকাজুড়ে চাষ করা হয়েছে মুলা, বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা, বরবটি, শিম, বাঁধাকপি, ফুলকপি, লালশাক, লাউ প্রভৃতি সবজি। সেখান থেকে তাঁরা এসব সবজি নিয়ে আসেন দোহাজারী লাখিয়ার খিল রেলস্টেশন ঘাটে ,সকাল ৭টা থেকে দশটা পর্যন্ত চলে বেচাকেনা।
ব্যবসায়ীরা এসব সবজি কিনে নিয়ে যান চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার, কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া এলাকায় বিক্রির জন্য। এই সবজি বাজার ঘুরে বেশকিছু ছবি তুলেছেন চট্টগ্রামের আলোকচিত্রী শিল্পী কমল দাশ।

শীতের সবজির বহর

নদীর জলে ফুলকপির স্নান

ঘাটে ভিড়ছে সবজির চালান

ফুলকপি নিবেন ফুলকপি
Advertisement