fbpx

শনিবার থেকে প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ফ্লাইট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল ১৭ এপ্রিল থেকে চালু হচ্ছে লকডাউনে আটকেপড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট । সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর- এ পাঁচটি দেশে প্রবাসী কর্মীদের পরিবহন করার জন্য প্রতি সপ্তাহে চলবে শতাধিক ফ্লাইট।

১৫ এপ্রিল বৃহস্পতিবার এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান।

তিনি জানান, প্রবাসী কর্মীদের কথা ভেবে সরকারের শীর্ষ মহলের অনুমতি সাপেক্ষে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনে আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।

লকডাউনে আটকা পড়া বিদেশগামী কর্মীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় পাঁচটি দেশে প্রতি সপ্তাহে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়।

গতরাতে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে মধ্যপ্রাচ্যের চার দেশ (সৌদি আরব, ওমান, কাতার, ইউএই) এবং সিংগাপুরে স্পেশাল ফ্লাইট চলবে।

এতে আরও বলা হয়, বর্তমান সিডিউল ফ্লাইটসমুহকে স্পেশাল ফ্লাইট হিসেবে ঘোষণা করা হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয় বিবেচনা করে আদেশ জারি হবে।

 

Advertisement
Share.

Leave A Reply