fbpx

শপথ নিলেন বাইডেন-কমলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। প্রধান বিচারপতি জন রবার্টস তাঁকে শপথ বাক্য পাঠ করান।

রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে, একই আনুষ্ঠানে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন। প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

২০ জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়।

সাধারণত জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেক হলেও, করোনার কারণে অনেক আনুষ্ঠানিকতাই সীমিত করতে হয়েছে।

শপথ গ্রহণ আনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা শেষ করে হোয়াইট হাউজে যাবেন জো বাইডেন। এটাই এখন তার আগামী চার বছরের কর্মস্থল ও বাসস্থান।

নতুন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সম্মানে হোয়াইট হাউজে যে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করা হয় করোনার কারণে এবার সেটাও বাদ দেয়া হয়েছে।

এদিকে, অভিষেকের আগেই পুরো নগরী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। অনেক এলাকায় সাধারণের জন্য চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

হাজার হাজার পুলিশের পাশপাশি ১৫ হাজারের বেশি ন্যাশনাল গার্ড নিরাপত্তার দায়িত্বে মোতয়েন করা হয়েছে।

ইউএস ক্যাপিটলে হামলার পরপরই ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়। যা বাইডেনের অভিষেক অনুষ্ঠানের পরও কয়েকদিন জারি থাকবে।

Advertisement
Share.

Leave A Reply