প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বডি ল্যাঙ্গুয়েজ নজরদারি ও মূল্যায়ন করতে এবার নতুন টুল নিয়ে কাজ শুরু করছে মাইক্রোসফট। শুধু তাই নয়, সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে পরিকল্পনা করে ইতোমধ্যে তারা একটি কাঠামো বা প্যাটেন্টও তৈরি করেছে।
জানা গেছে, মাইক্রোসফটের এই টুলটি অফিস মিটিং কিংবা ভার্চুয়াল আলাপের সময় কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ ও মুখের ভঙ্গি পর্যবেক্ষণ করবে। পরবর্তীতে তাদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে ‘কোয়ালিটি স্কোর’ নির্ধারণ করবে।
আর এর জন্য মাইক্রোসফট বিশেষ এক ধরনের সেন্সর ব্যবহার করবে। তবে কর্মীদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও তারা বিশেষ নজরে রাখবেন বলে জানিয়েছেন।
সাধারণত নতুন কোনো প্রযুক্তি আনার আগে কোনো টেক জায়ান্ট কিছু জানাতে চায় না। তবে এবার মাইক্রোসফট এ ব্যাপারটি সাগ্রহেই প্রকাশ করেছে। গত জুলাইয়ে ‘মিটিং ইনসাইট কম্পিউটিং সিস্টেম’ নামে এ প্রজেক্টটি নথিভুক্ত করা হয়। সেখানে কর্মীদের স্মার্টফোনের কিছু টাস্ক পর্যবেক্ষণসহ বেশ কিছু পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়।