fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

 শরীয়তপুরে পিপিকে হত্যার দায়ে ছয়জনের ফাঁসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শরীয়তপুর জেলা জজ আদালতের সাবেক পিপি হাবীবুর রহমান ও তাঁর ভাই মনির হোসেন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন ও তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২১ মার্চ) এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন শহীদ কোতোয়াল, শাহিন কোতোয়াল, শফিক কোতোয়াল, শহীদ তালুকদার, সলেমান সরদার ও মজিবর রহমান তালুকদার।

মামলার রায় প্রসঙ্গে শরীয়তপুর জজ কোটের সরকারি কৌঁসুলি (পিপি) মীর্জা মো. হযরত আলী বলেন, ‘২০ বছর আগে শরীয়তপুর জজ কোটের সাবেক পিপি ও তাঁর ভাইকে হত্যা করা হয়। দীর্ঘদিন পর এ রায় ঘোষণা করা হলো।’

মামলার নথি থেকে জানা যায়, সংসদ নির্বাচনের উত্তেজনাকে কেন্দ্র করে ২০০১ সালের ৫ অক্টোবর শরীয়তপুরের জেলা জজ আদালতের সাবেক পিপি হাবীবুর রহমান এবং তার ভাই মনির হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

হাবীবুর রহমান ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ভাই মনির হোসেন ছিলেন পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনার পর নিহত হাবীবুর রহমানের স্ত্রী জিন্নাত রহমান বাদী হয়ে সাবেক সাংসদ আওরঙ্গসহ ৫৫ জনকে আসামি করে মামলা করেন।

Advertisement
Share.

Leave A Reply