fbpx

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২৩শে মে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২৩শে মে।

২৫শে মার্চ বৃহস্পতিবার রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাসের সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩শে মার্চ থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সেদিন থেকেই পাঠদানসহ শিক্ষা প্রতিষ্ঠানের সব রকমের কার্যক্রম চালু হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্কুল খোলার বিষয়ে তারিখ পেছানোর ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের মত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানও ঈদের পর মে মাসে খোলার সম্ভাবনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা ছুটি বাড়ানোর পর ৩০শে মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার।

Advertisement
Share.

Leave A Reply