fbpx

শিমু হত্যা মামলায় স্বামী ও তার বন্ধু ৩ দিনের রিমান্ডে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যায় দায়ের করা মামলায় শিমুর স্বামী নোবেল ও তার বন্ধু আব্দুল্লাহ ফরহাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৮ জানুয়ারি ( মঙ্গলবার) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই চুন্নু মিয়া। এ সময় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

দায়ের করা মামলায় শিমুর স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে  একটি হত্যা মামলা করা হয়।

ওই মামলায় দুই আসামির জিজ্ঞাসাবাদের জন্য ১০ দশ দিন করে রিমান্ড আবেদন করলে দু’জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চিত্রনায়িকা শিমু  হত্যার ঘটনায় গতকাল সোমবার রাতে নোবেল ও তার বন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়।

Advertisement
Share.

Leave A Reply