fbpx

শিশুশ্রম বন্ধ করা সরকারের একার পক্ষে সম্ভব নয়, সামাজিক আন্দোলনও জরুরি: বিএলএফ  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’- এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হলো ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’। রবিবার (১২ জুন) দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)।

এর অংশ হিসেবে গত ৩ জুন থেকে নানা কর্মসূচি পালন করছে বিএলএফ। কেরাণীগঞ্জের অপ্রাতিষ্ঠানিক পোশাক তৈরি অঞ্চলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুশ্রম বিরোধী প্রচারণা চালানো হচ্ছে।

বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাসচিব জেড এম কামরুল আনাম বলেন, ‘শিশু শ্রমিক আছে এমন যতগুলো সেক্টর আছে, প্রতিটি সেক্টরের শিশুদের পুনর্বাসনের প্রয়োজন আছে। সরকারকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিশুশ্রম বন্ধ করা অতীব জরুরি। তা না হলে এসব শিশুর সম্ভাবনাময় ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। শিশুশ্রম বন্ধ করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সামাজিক আন্দোলনও জরুরি।‘

তথ্য বলছে, ২০২০ সালের শুরুতে বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা ছিল ১৬০ মিলিয়ন। সে হিসেবে, বিশ্বে প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জনই শিশু শ্রমিক।

২০১৩ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপ অনুযায়ী, বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা ১৭ লাখ। এদের মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশুই বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। তাদের মধ্যে ২ লাখ ৬০ হাজার শিশু অধিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৫ সালের পরে বাংলাদেশে কোন শিশুশ্রম থাকবে না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবেও শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর।

সরকার ২০০১ সালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন-১৮২ অনুসমর্থন করে। সম্প্রতি কাজে যোগদানের নূন্যতম বয়স সংক্রান্ত আইএলও সনদ- ১৩৮ অনুমোদন করেছে সরকার। সনদে শিশুশ্রমের চাইতে প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply