fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ৮ কিশোর পলাতক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) থেকে বন্দি ৮ কিশোর পালিয়ে গেছে।

রবিবার রাত ২টার খানিক পরই তারা কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙে পালিয়ে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ১৪ থেকে ১৭ বছর বয়সী এই কিশোররা অতিরিক্ত উচ্ছৃঙ্খলতার কারণে স্পেশাল কোয়ারেন্টাইনে ছিল। কক্ষের জানালার গ্রিলগুলো দুর্বল থাকার কারণে তারা গ্রিল ভেঙে বিদ্যুতের কাজে ব্যবহৃত মই বেয়ে পালিয়ে যায়।

তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি কেন্দ্রের তত্ত্বাবধায়ক।

পুলিশ সুপার জানিয়েছেন, গত অগাস্ট মাসে ৩ শিশু হত্যার ঘটনার পর থেকে শিশু বন্দিদের পালিয়ে যাওয়ার এই হার অনেক বেড়ে গেছে। গত ৩ থেকে ৪ দিন আগেও কেন্দ্রের সুয়ারেজ ড্রেন দিয়ে তিন কিশোরসহ আরো বেশ কিছু শিশু ছাদ থেকে লাফ দিয়ে ও গাছ বেয়ে নেমে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। পলাতক এসব কিশোরের সবাইকেই আটক করা হয়েছে।

উল্লেখ্য, ১৩ আগস্ট খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করে ১৮ বন্দি শিশুর উপর নির্মম নির্যাতন করেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ৩ শিশুর মৃত্যু ও ১৫ শিশুকে হাসপাতালে ভর্তির মতো ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দি শিশুর বিরুদ্ধে মামলা করা হয়।

Advertisement
Share.

Leave A Reply