fbpx

শিশু সাহিত্যিক আলী ইমামকে আইসিইউতে ভর্তি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন দেশের বরেণ্য শিশু সাহিত্যিক আলী ইমাম। শনিবার (২২ মে) আলী ইমামের সচিব তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার মৃদু স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে তাকে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তবে আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিউতে স্থানান্তর করা হয়।

তৌহিদুল ইসলাম বলেন, ‘তার শ্বাসযন্ত্রে সমস্যা, সঙ্গে নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ রয়েছে। উনাকে আইসিইউতে রাখা হয়েছে। ৮ লিটার করে অক্সিজেন পাচ্ছেন। তবে ভেন্টিলেশন লাগছে না।‘

চিকিৎসকদের উদ্ধৃত করে তিনি আরও বলেন,’ উনার অভ্যন্তরীণ ‘বহু অঙ্গ অকার্যকার হওয়ার’ শঙ্কা রয়েছে।’

দেশের আরেকজন শিশু সাহিত্যিক মোস্তফা হোসাইন আলী ইমামের অসুস্থতা নিয়ে ফেসবুকে লিখেছেন, শিশু সাহিত্যিক আলী ইমাম ভাই গুরুতর অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। তার আরোগ্য কামনা করি।

আলী ইমাম প্রখ্যাত একজন শিশু সাহিত্যিক এবং অডিও ভিজ্যুয়াল ব্যবস্থাপক। তিনি ছয়শ এর বেশি বই লিখেছেন। এর মধ্যে শিশুদের উপযোগী গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণকাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী সবই রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply