fbpx

শীতকালীন ছুটি কমেছে প্রাথমিক স্কুলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পূর্বঘোষিত ছুটি অনুযায়ী, আজ রবিবার (১৯ ডিসেম্বর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা। সে হিসেবে বড়দিন ও শীতকালীন ছুটি হওয়ার কথা ছিল ১৯ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু, শীতকালীন এই ছুটি পুনর্নির্ধারণ করে কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন এই আদেশে বলা হয়েছে, করোনো সংক্রমণের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আবারও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। এখন পুনর্বিন্যস্ত শিখন ঘাটতি পূরণ পরিকল্পনা (এআরএলপি) ও মিশ্র সময়সূচি (অনলাইন, সরাসরি, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে পাঠদান) প্রণয়ন করা হয়েছে। এ কারণে, বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম ২৩ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

শিক্ষা অধিদপ্তরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বড়দিন ও শীতকালীন ছুটি হবে ২৪ থেকে ২৯ ডিসেম্বর।

Advertisement
Share.

Leave A Reply