রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে বিবিএস ক্যাবলস লিমিটেড। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই গরীব, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
তারই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি রবিবার রাতে রাজধানীর টিএসসি, শাহবাগ মোড়, চাঁনখারপুল, ধানমন্ডি এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিবিএস মিডিয়ার কর্মীরা।
শুধু রাজধানী নয়, গত নভেম্বর থেকে দেশের বিভিন্ন জেলায় দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছে বিবিএস ক্যাবলস।

নানা দুর্যোগে বরাবরই অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বিবিএস ক্যাবলস। ছবি : বিবিএস বাংলা
এ প্রসঙ্গে বিবিএস ক্যাবলস লিমিটেডের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার সৈয়দ ফেরদৌস রায়হান কিরমানী বলেন, ‘প্রতি বছরের মতো এবারও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শুধু শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র নয়, করোনা মহামারীর সময়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের প্রতিষ্ঠান। যেকোন প্রকৃতিক দুর্যোগে বরাবরই ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকেছে বিবিএস ক্যাবলস।’

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিবিএস মিডিয়ার কর্মীরা। ছবি: বিবিএস বাংলা
কম্বল পেয়ে খুশি হতে দেখা যায় ফুটপাতের উপর আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষকে। একইসাথে রিকশাওয়ালা ও খেটে খাওয়া মানুষও কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অসহায়, গরীব মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত বিবিএস ক্যাবলস। ছবি : বিবিএস বাংলা