fbpx

শুক্রবারের বিনোদন; কোথায় থাকছে কী আয়োজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুক্রবার মানেই ছুটির আমেজ, যান্ত্রিক শহরের মানুষ ছুটির দিনটি বেছে নেন রিফ্রেশমেন্টের দিন হিসেবে। আমাদের এই আয়োজন তাদের জন্যই, যারা শুক্রবারে সিনেপ্লেক্স বা বড় পর্দায় দেখতে চান সিনেমা বা যেতে চান মঞ্চনাটক বা ছবির প্রদশর্নী দেখতে। চলুন জেনে নেওয়া যাক এক এক করে কী থাকছে ৭ এপ্রিল অর্থাৎ শুক্রবা।

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে আসছে সিনেমা ‘ম্যারিও ব্রস’। এছাড়াও গত সপ্তাহের সিনেমা ‘ডানজেন এন্ড ড্রাগনস’ থাকছে এই সপ্তাহে। হলিউড সিনেমা ‘শাজাম’ চলবে এই সপ্তাহেও। ‘এভাটার’ ও ‘এন্টম্যান’ দেখতে পাবেন বসুন্ধরা সিনেপ্লেক্সে। তাছাড়া এই সপ্তাহেও চলবে পরাণ ও হাওয়া।

শুক্রবার অনেকেই মঞ্চ নাটক দেখতে চান। মঞ্চে নাটক দেখতে চাইলে চলে যেতে পারেন শিল্পকলায়। আগামীকাল এক্সপেরিমেন্টাল থিয়েটার হল সন্ধ্যা ৬:৩০ টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের প্রযোজনা ‘অচলায়তন’। এছাড়াও আগামীকাল জাতীয় চিত্রশালায়(গ্যালারি-৫) –এ সকাল  ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত চলবে ছবির প্রদর্শনী।

তো, শুক্রবার ছুটির আমেজে আপনার সময় কাটুক শিল্পের সাথেই।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1284391512500889

Advertisement
Share.

Leave A Reply