fbpx

শুটিংয়ে সুজনের দেশান্তর

Pinterest LinkedIn Tumblr +

সরকারি অনুদানে সিনেমা বানাচ্ছেন আশুতোষ সুজন। সে খবর পুরান হলেও নতুন খবর হচ্ছে গাজীপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু করেছেন এই নির্মাতা।

কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ হচ্ছে। এই ছবির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। তার সঙ্গে আছেন আহমেদ রুবেল।

শুটিংয়ের একটি ছবি ওমর সানি তার ফেসবুক ওয়ালে পোস্ট করে লিখেন, ‘দেশান্তর এবং বাংলার কবি স্যার নির্মলেন্দু গুণ এবং সব মিলে একটা বিশাল ভালো ছবির তৈরির অপেক্ষায়, আশুতোষ সুজন পরিচালক তুমি অনেক গুণী একজন মানুষ, সাথে আছেন আহমেদ রুবেল এবং প্রিয়দর্শিনী মৌসুমী , দেশান্তর ছবির দেখার অপেক্ষায় থাকলাম। ফাস্ট লুক অভিনন্দন।’

Share.

Leave A Reply