fbpx

শুধু ডিসেম্বরেই ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে প্রায় ৯ লাখ     

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গেল এক বছরে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার। এর মধ্যে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮৬ লাখ ৭২ হাজার। আর ব্রডব্যান্ড বেড়েছে ৩৭ লাখ ৮০ হাজার।

আর শুধু ডিসেম্বরেই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮ লাখ ৬৬ হাজার।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর প্রকাশিত সর্বশেষ ইন্টারনেট সংযোগের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বরে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ৯৫ লাখ ২২ হাজার।

আর নভেম্বর শেষে এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৫ লাখ ৬১ হাজার। এর মধ্যে মোবাইলে ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার এবং ব্রডব্যান্ড সংযোগ ছিল ৮৬ লাখ ৫৬ হাজার।

২০২০ সালের শুরুতে ব্রডব্যান্ড খাতের গ্রাহক ছিল ৫৭ লাখ ৪২ হাজার। আর মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার।

Advertisement
Share.

Leave A Reply