fbpx

শুধু নারীরা নয়, সারাদেশের মানুষ অধিকার বঞ্চিত : মির্জা ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুধু নারীরা নয় সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত এবং অধিকার বঞ্চিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ মার্চ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জ ফখরুল বলেন, ‘আজকে শুধু মাত্র নারীরা নয়, সারাদেশের মানুষ নির্যাতিত। তারা বন্দী। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত।’

স্বাধীনতার ৫০ বছরেও নিজেদের স্বাধীন ভাবা যায়না অভিযোগ করে ফখরুল বলেন, ‘স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে যেসব ছাত্র নেতা, লেখক ও সাংবাদিক অধিকারের জন্য আন্দোলন করেছে, তাদের ওপর নেমে এসেছে নির্মম নির্যাতন। মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারেন না। তারাও বলতে পারেন না যে, তারা স্বাধীন। এ সরকার মানুষের বাক-স্বাধীনতা, মৌলিক ও গণতান্ত্রিক স্বাধীনতাকে হরণ করে নিয়েছে।’

বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা যেদিন পাবে সেদিনই নারীদের অধিকার আদায়ের পথ খুলে যাবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় পুরুষতান্ত্রিক সমাজ ও অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মহিলা দল সভা শেষে একটি র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি বিএনপির কার্যালয় থেকে কাকরাইল মোড় হয়ে কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়।

Advertisement
Share.

Leave A Reply