fbpx

শুভ জন্মদিন হৈমন্তী শুক্লা !

Pinterest LinkedIn Tumblr +

আজ ২ ডিসেম্বর। ১৯৪৯ সালের এই দিনে ভারতের প্রখ্যাত গায়িকা হৈমন্তী শুক্লার জন্ম। তাঁর প্রথম রেকর্ডকৃত গান ছিল ‘এতো কান্না নয় আমার…’। এর সংগীত পরিচালক ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এটি ১৯৭২ এর কথা। তখন হৈমন্তীর বয়স ছিল ২৩ বছর। তবে এর আগে ১৯৭০ সনে ২১ বছর বয়সে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে একটি ছড়া গানে কন্ঠ দেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সুবিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পন্ডিত হরিহর শুক্লার কন্যা হৈমন্তী। তাঁর পরিবারের আবহেই তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের অনুসারী। এটি তাঁকে একজন ক্লাসিক্যাল প্রশিক্ষিত গায়িকাতে পরিণত হতে সাহায্য করেছিল। তিনি তাঁর বাবার কাছেই সংগীতের তালিম নিয়েছিলেন।

১৯৮৬-৮৭ সনে পন্ডিত রবিশঙ্কর এর সুরে তিনি বাংলা গান করেন। বলিউডের চলচ্চিত্রে তাঁর গাওয়া একটি জনপ্রিয় গান হলো ‘কঁহা সে আয়া বদরা’। তিনি অসংখ্য জনপ্রিয় বাংলা গানে কন্ঠ দিয়েছেন।

‘এতো কান্না নয় আমার’, ‘আমার বলার কিছু ছিল না’, ‘ওগো বৃষ্টি আমার’, আমি অবুঝের মত’, ‘সুখের দিনগুলি’ সহ আরও অনেক জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন তিনি।

জন্মদিনে অতল শ্রদ্ধা এই গুণী শিল্পীর প্রতি। প্রত্যাশা তাঁর সুদীর্ঘ জীবনের জন্য।

 

 

 

 

 

Share.

Leave A Reply