fbpx

দেশে শুরু হচ্ছে করোনা শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবশেষে নানা চড়াই উৎরাই পার করে দেশে শুরু হতে চলেছে নতুন করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা। মন্ত্রণালয়ের অনুমোদনের আড়াই মাস পর আগামী শনিবার ১০ জেলায় এ কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

জানা গেছে, প্রাথমিকভাবে গাইবান্ধা, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী জেলায় এই অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতোমধ্যেই এই অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম চালাতে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে এই কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই, প্রাথমিকভাবে সেসব জেলাকে অ্যান্টিজেন টেস্ট শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।বলেন, পরবর্তী সময়ে অন্যান্য জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ফ্লোরা বলেন, আপাতত দশটি জেলার অভিজ্ঞতা নিয়ে আমরা পরে আরও দশটি জেলায় টেস্ট শুরু করব। এভাবে ধাপে ধাপে সারা দেশে অ্যান্টিজেন টেস্ট শুরু হবে। যাদের মধ্যে পাঁচ থেকে সাত দিন ধরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট, দুর্বলতা, স্বাদ-গন্ধ নেওয়ার ক্ষমতা লোপ পাওয়া) আছে, প্রাথমিকভাবে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, গেল মার্চে বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে শুধু আরটি-পিসিআর টেস্টই চলে আসছিল। তবে বিশেষজ্ঞরা বার বার পরীক্ষায় গতি আনতে অ্যান্টিজেন টেস্ট শুরুর ওপর জোর দিয়ে আসছিলেন। পরে বাংলাদেশ সরকার গত ১৭ সেপ্টেম্বর নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয়।

Advertisement
Share.

Leave A Reply