fbpx

শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল ১৮ জুলাই (রবিবার) থেকে শুরু হচ্ছে হজের মূল কার্যক্রম। করোনা মহামারির কারণে ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নিচ্ছেন মাত্র ৬০ হাজার মুসলিম। সৌদি আরবের স্থানীয় সময় শনিবার রাতে মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হতে থাকবেন এবারের হজের জন্য নির্বাচিত মুসল্লিরা।

সৌদি আরবে শনিবার সকাল থেকে মক্কায় উপস্থিত মুসল্লিরা ৮ জিলহজ মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে তারা ওমরাহ পালন করবেন। পরদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম।

আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। তার পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে এই কার্যক্রম। তবে করোনা মহামারির কারনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেবেন মুসল্লিরা।

জানা যায়, এবার অন্যান্য দেশের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ অংশ নিচ্ছেন ৬০ হাজার মানুষ। এর মধ্যে বাংলাদেশিও রয়েছেন অনেক।

মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় হাজিদের চলাচলে জন্য  ৩ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য থাকছে  ৫১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৫৯৪ চিকিৎসক ছাড়াও হজের মাঠে থাকবেন আরও ৩০০ স্বাস্থ্যকর্মী।

Advertisement
Share.

Leave A Reply