fbpx

শুরু হচ্ছে মাসব্যাপী ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে শুরু হচ্ছে মাসব্যাপী গেমিং প্রতিযোগিতা ‘রেজার ভ্যালরেন্ট কাপ’। স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং রেজারের যৌথ আয়োজনে বিজয়ীদের দেওয়া হবে ৫০ হাজার টাকার পুরস্কার।

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ১২৮টি দল বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন গেমার থাকতে পারবে। প্রাথমিক বাছাইয়ের নির্বাচিত ৩২টি দল নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা পাবে।

টুর্নামেন্ট অংশ নিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন ভিত্তিক টুর্নামেন্ট চলবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে। নিবন্ধনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিস্তারিত জানা যাবে https://www.startech.com.bd ঠিকানায়। প্রতিযোগিতার কমিউনিটি পার্টনার স্টার টেক গেমিং লিজিয়ন।

প্রতিযোগিতা সম্পর্কে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলী ভূইয়া বলেন, করোনার কারণে প্রতিযোগিতাটি ভার্চুয়ালি আয়োজিত হচ্ছে। ভার্চুয়ালি হলেও তরুণ গেমারদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

Advertisement
Share.

Leave A Reply