fbpx

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যুগপূর্তি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৬ জানুয়ারি। ২০০৯ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর টানা ১২ বছর তিনি সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের এক যুগ পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৫ জানুয়ারি দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওবায়দুল কাদেরের বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষ্যে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘এই ধারাবাহিকতা ধরে রেখে জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামীর পথ চলা অব্যাহত রাখবে।’

বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ বিশ্ব সভায় বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমাদের দেশ অর্থনীতি ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে সারা বিশ্বে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে।’

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যুগপূর্তি

নেতৃত্বে এক যুগ পূর্তি প্রধানমন্ত্রীর, ছবি: সংগৃহীত

সেতুমন্ত্রী আরও বলেন, ‘করোনার মতো বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণে আনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বের বুকে আজ বিশেষভাবে অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে বাংলাদেশ।’

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ‘দিন বদলের সনদ রূপকল্প ২০২১’ উপস্থাপন করেন। সে সময় বাংলাদেশের জনগণ নিরঙ্কুশভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে জয়যুক্ত করে।

আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তিতে বঙ্গবন্ধুকন্যার সুস্থ ও দীর্ঘ জীবন এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনা করে ৬ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারা দেশে সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জায় দোয়া-মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply