fbpx

শেরপুরে ৩৬ হরিজন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ভবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শেরপুর পৌরসভার হরিজন পল্লীর গৃহহীন ৩৬ পরিবারকে স্থায়ী আবাসনের ব্যবস্থা করছে সরকার। ‘গৃহহীন থাকবে না একটি পরিবার’, প্রধানমন্ত্রীর এই পরিকল্পনার অংশ হিসেবে শেরপুরের হরিজন পল্লীর বাসিন্দাদের পূনর্বাসন করার পরিকল্পনা হতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হরিজন পল্লীতে এলজিইডি’র তত্ত্বাবধানে ছয়তলা ভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এলজিইডির পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য হরিজন পল্লীতে জায়গাও মাপা হয়েছে।‘

মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘হরিজন পল্লীর পুকুর সংরক্ষণ এবং সেখানকার শিশুদের শিক্ষার জন্য একটি স্কুল স্থাপন করার পরিকল্পনাও প্রক্রিয়াধীন আছে।‘

Advertisement
Share.

Leave A Reply