fbpx

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির ১০০ দিন, আপ্লুত নির্মাতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুধাবার (২২জুন) ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি পার কছে মুক্তির ১০০ দিন। সিনেমার এই দুঃসময়ে সিনেমাটি নিয়ে দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত সিনেমার নির্মাতা দেবাশিষ বিশ্বাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খুশিকে এভাবেই প্রকাশ করেছেছেন নির্মাতা, ‘ফেব্রুয়ারি ১১, ২০২২! পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বছরের প্রথম সিনেমা হিসেবে ২৫ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছিলো বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এবং আমার পরিচালিত চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’! সেই থেকে রোজার মাস শুরুর আগ পর্যন্ত টানা ৭ সপ্তাহ প্রেক্ষাগৃহে চলার পর রোজার মাসের সাময়িক বিরতি! এরপর আবার ঈদুল ফিতর থেকে প্রেক্ষাগৃহে চলা শুরু, যা এখন পর্যন্ত চলমান! সেই পরিপ্রেক্ষিতে আজ ২২শে জুন, ২০২২ এই সিনেমাটির জন্য একটি বিশেষ দিন! বর্তমান সময়ে যেখানে যেকোনো সিনেমা রিলিজের প্রথম সপ্তাহই সিনেমা হলে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায়, সেখানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ আপনাদের আশীর্বাদ, দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে এ বছরের প্রথম সিনেমা হিসেবে আজ প্রেক্ষাগৃহে মুক্তির ১০০ তম দিন পার করছে, যা এই প্রেক্ষাপটে বিরল! পরিবেশক সংস্থা সূত্রে খবর, ছবিটি অন্ততপক্ষে আসন্ন কোরবানি ঈদ পর্যন্ত তো বটেই, হয়তোবা এর পরবর্তীতেও সারাবছর জুড়েই প্রেক্ষাগৃহে চলার সম্ভাবনা প্রবল!’

সিনেমা নিয়ে নির্মাতা দেবাশিষ বিশ্বাস বিবিএস বাংলাকে বলেন, ‘যখন সিনেমটি বানিয়েছিলেম, তখন ইন্ডাস্ট্রির অবস্থা ভঙ্গুরই বলা যায়। খুব বেশি আশা করিনি। তবে আমার বিশ্বাস ছিল সিনেমাটি একবার দর্শক দেখতে বসলে শেষ না করে উঠবে না। খুব বেশি বাজেট ছিলো না, যেখানে বর বড় বাজেটের সিনেমা বেশিদিন দাঁড়াতে পারে না, সেখানে এতদিন ধরে সিনেমাটি চলছে ভেবেই খুশি আমি। সবকিছু মিলিয়ে এই যে ১০০ দিন পার করছে, আমি বলবো সিনেমাটি তৈরি করে আমি সফল।’

কমেডি সিনেমা বেশি পছন্দ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমার কমেডি সিনেমাই বেশি ভালো লাগে। এরপর বেঙ্গল মাল্টিমিডিয়ার সাথে আরেকটি কমেডি সিনেমা বানানোর ব্যাপারে কথা হয়েছে। তবে সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সবাইকে জানানো হবে। আর আমি যতদিন বেঁচে আছি সিনেমা নির্মাণ করে যেতে চাই।’

সিনেমার এমন খরার দিনে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাস ২’ সিনেমাটি আশা জাগাচ্ছে বলেই মনে করেন দেবাশিষ বিশ্বাস।

ভৈরবের মধুমতী, দেওয়ানগঞ্জের ভাই ভাই এবং জয়দেবপুরের একটি সিনেমা হলে ছবিটা বর্তমানে দেখা যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply