fbpx
BBS_AD_BBSBAN
৫ই ডিসেম্বর ২০২২ | ২০শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ১৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মারা গেছেন অন্তত ১৭ জন। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন লাখো মানুষ। সোমবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশটিতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। রবিবার দক্ষিণ পশ্চিমের সমভূমি অঞ্চলের নদীগুলোতে পানি বেড়ে নিচু এলাকায় প্লাবিত হয়।  এতে ওই এলাকার ঘর-বাড়ি ডুবে যাওয়ায় লাখো মানুষ নিরাপদে সরে যান।

দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্যার পানি নামতে থাকলেও ১০ জেলায় জারি করা ভূমি ধসের সতর্কতা এখনও বহাল রয়েছে।

সংস্থাটির সহকারি পরিচালক প্রদীপ কোদিপিলি বলেন, ‘’এই দুর্যোগে অন্তত ২ লাখ ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । অন্তত এক লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।‘’

চলমান মাহামারির জন্য ধসে পড়েছে শ্রীলঙ্কার পর্যটন খাত।

Advertisement
Share.

Leave A Reply